মাওলানা মোঃ রিয়াসাত আলী সংসদ সদস্য সাতক্ষীরা আসন ৩। ২২-১০-২০০৬ ইং বাংলা ০৭ ই কার্ত্তিক ১৪১৩ বঙ্গাব্দে ১৫ শতক জমির উপর দ্বিতলা বিশিষ্ট একটি কম্পপ্লেক্স ভবন স্থাপিত করেন। উক্ত কম্পপ্লেক্স ভবনটি ১১টি কক্ষ বিশিষ্ট নিচ তলায় ৬টি কক্ষ বিশিষ্ট ১.চেয়ারম্যানের অফিস কক্ষ ২. ৩. সচিব কক্ষ ৪. ইউনিয়ন পরিষদের গোডাউন ৫. গ্রামপুলিশদের রাতে ডিওটির কক্ষ ৬. রুপান্তর কক্ষ ও একটি বাথরুম দ্বিতলায় ১. দূযোর্গ কমিটি কক্ষ ২. ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র ৩. নামাজ পড়ার স্থান ৪. চেয়ারম্যানের আপ্যায়নের কক্ষ ও একটি বাথরুম। ২নং বুধহাটা ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি চেয়ারম্যান ১জন সংরক্ষিত মহিলা সদস্য ৩ জন পরুষ সদস্য ০৯ জন ও সরকারী কর্মচারী ১ জন ( সচিব) দোপদার সহ গ্রামপুলিশ ১০ জন এবং সর্বক্ষন জনগনের সেবা প্রদানের জন্য একজন পুরুষ উদ্যোক্তা ও একজন মহিলা উদ্যোক্তা হিসেবে নিয়োজিত আছেন।যোগাযোগ- উপজেলা থেকে ১১ কিঃমি দুরাত্ব যাতয়াতের জন্য ইঞ্জিন ভ্যান ও মটর সাইকেল ব্যবহার করা হয় ভ্যানে যাতোয়াত খরজ ২০ টাকা ও মটর সাইকেলে খরচ ৩০ টাকা।ইউনিয়ন পরিষদের হট লাইন-০১৭১৪-৩৫৩৪৬৫ (চেয়ারম্যান.২নং বুধহাটা ইউনিয়ন পরিষদ,আশাশুনি,সাতক্ষীরা।)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস