বুড়ো পীর সাহেবের দরগায় হিন্দুরা ধুপবাতী জ্বালিয়ে পূজা করে আর মুসলমানরা সিরনী দিয়ে তাদের মানত পূর্ণ করে। হিন্দু মুসলিমের এমন মিলন ক্ষেত্র বাংলাদেশে আর দ্বিতীয়টি আছে বলে মনে হয় না। বেতনা নদীর কুল ঘেসে বুড়ো পীর সাহেবের দরগার অবস্থান একেবারে বাজারের পাশে। নদী ভাংগনে যখন বাজারের একাংশ নদীগর্ভে বিলীন হচ্ছে তখনও এই পীরের দরগায় ভাংগনের কোন ছাপ পড়েনি। বুড়ো পীরের তেমন কোন পরিচয় পাওয়া যায় না। তবে কথিত আছে বহুকাল পূর্বে পাগলবেশী এক লোক বিপিন ঠাকুরের কিছু টাকা নদীতে ছুড়ে ফেলে দেয়। বিপিন ঠাকুর তাকে গালাগাল দিলে বুড়ো পীর নদীর পানির উপর দিয়ে হেটে গিয়ে যে স্থানে টাকা পড়েছিল সেখানে পানিতে ডুব দেন এবং টাকা তুলে আনেন। তার গায়ে কোথায় কোন পানি লাগেনি বা কাপড়ও ভেজেনি। এঘটনার পর পরই বুড়ো পীর দেহ রাখেন। তাই তাকে সেই জায়তেই সমাধীতস্ত করা হয়। সেই সমাধী ক্ষেত্রই বুড়ো পীর সাহেবের দরগা বলে সকল ধর্মের মানুষের কাছে সমান শ্রদ্ধার স্থান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস