বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দিরটি প্রায় ২৫০ বছরের পুরাতন মন্দির। জমিদার বাবু রাজবংশী কর্তৃক নির্মিত হয়ে আজ কালের স্বাক্ষী হয়ে মাথা উচু করে দাড়িয়ে আছে। দ্বাদশ শিব মন্দির ও একটি কালী মন্দির নিয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হলেও অযত্ন অবহেলায় আজ ৬টি শিব মন্দির ও একটি কালী মন্দির রয়েছে।
বর্তমান সময়ে এলাকার ধর্মপ্রান মানুষের সহযোগীতায় মন্দিরটির শ্রীবৃদ্ধি ঘটেছে। প্রতিদিন পূজা অর্চনা সহ এখানে রাস পূর্নিমা তিথিতে পুজা হয়। তাছাড়া প্রতিবছর জগদ্ধাত্রী পূজা সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। চৈত্র সংক্রান্তিতে এলাকার নারী পুরুষ এই মন্দিরে শিবের মাথায় জল দান করেন।
প্রতি বছর মন্দিরের তরফ থেকে বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় স্থান দর্শনের জন্য স্বল্প খরচে পক্ষকাল ব্যাপী ভ্রমনের ব্যবস্থা করা হয়। এলাকার একমাত্র জাগ্রত মন্দির হিসেবে বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দিরটি আন্তঃ জেলায় সুনাম রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস